বগুড়া সোনাতলা থানায় ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেফতার

১৮ মার্চ, ২০২০

সোনাতলা থারনার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী এর নেতৃত্বে এসআই(নিঃ)মোঃ আব্দুর রহিম সঙ্গীয় অফিসার ফোর্স এসআই(নিঃ)মোঃ আব্দুর জাব্বার আলী, এএসআই(নিঃ)মোঃ মাসুদ রানা, এএসআই(নিঃ)মোঃ আতিকুর রহমান সহ ১৬/০৩/২০২০ খ্রিঃ রাত্রী ২০.৩০ ঘটিকার সময় সোনাতলা থানাধীন মধ্যদিঘলকান্দি গ্রামস্থ জনৈক মোঃ সাইদুল ইসলাম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে অত্র থানাধীন মধ্যদিঘলকান্দি (মধ্যপাড়া) গ্রামস্থ মোঃ দেলোয়ার হোসেন আকন্দ এর ছেল মোঃ নজরুল ইসলাম ওরফে দুখু (৩২)'কে  ৫১  পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার পূর্বক থানায় মামলা রুজু এবং অদ্য ইং ১৭/০৩/২০২০ তারিখ বিজ্ঞ আদালেত প্রেরণ।







সর্বশেষ সংবাদ