জয়পুরহাট থানায় শারদীয় দূর্গা পূজা/২০২১ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে

০৯ অক্টোবর, ২০২১

জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অদ্য ইং ০৯/১০/২০২১ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক আয়োজিত জয়পুরহাট থানা চত্ত্বরে জনাব এ.কে.এম আলমগীর জাহান, অফিসার ইনচার্জ, জয়পুরহাট থানা, জয়পুরহাট এর সভাপত্বিতে “ শারদীয় দূর্গা পূজা/২০২১ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সভা” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জয়পুরহাট থানা এলাকার ১১৫টি মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও থানা ও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় জন প্রতিনিধিদের সাথে আসন্ন “ শারদীয় দূর্গা পূজা/২০২১ উপলক্ষে” আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. ঋষিকেস সরকার, সভাপতি, পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখা, জনাব অশোক কুমার ঠাকুর, ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, জয়পুরহাট, জনাব নেপাল চন্দ্র মন্ডল, সভাপতি, পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা, জয়পুরহাট, জনাব রানা কুমার মন্ডল, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা, জয়পুরহাট,  জনাব মোঃ আতোয়ার হোসেন, চেয়ারম্যান, ৪নং মোহাম্মাদাবাদ ইউনিয়ন, জয়পুরহাট,  জনাব  মোঃ সরোয়ার হোসেন স্বাধীন, চেয়ারম্যান, ৩নং ভাদশা ইউনিয়ন, জয়পুরহাট, জনাব শ্যামল কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক, জেলা ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ, জয়পুরহাট,  জনাব সমীর কুমার দে, সাধারণ সম্পাদক, জয়পুরহাট পৌরসভা পূজা উদযাপন কমিটি,  জনাব অমিত কুমার চৌধুরী, সভাপতি মাদারগঞ্জ পূজা উদযাপন কমিটি, জয়পুরহাট।     উক্ত মত বিনিময় সভায়  আমন্ত্রিত অতিথিদের নিকট থেকে পূজা উদযাপন বিষয়ে বিভিন্ন সমস্যা এবং তা নিরসনে মত বিনিময় ও সমস্যা সমাধানের জন্য যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সকলের সহযোগীতা কামনা করা হয়।







সর্বশেষ সংবাদ