ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক ডাকাতি প্রস্তুতি কালে ০৪ জন, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ (দুই) জন এবং অন্যান্য মামলায় ০১ (এক) জন মোট ০৭ (সাত) জন আসামী গ্রেফতার।

২০ মে, ২০২২

অফিসার ইনচার্জ মোঃ রওশন ইয়াজদানী এর দিক নির্দেশনায় এস আই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৯ মে, ২০২২,তারিখ ২৩.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানাধীন পৌরসভার অন্তর্গত পূর্ব শাখারুঞ্জ গ্রামস্থ জনৈক মোঃ জিল্লুর রহমান, পিতা- মৃত আব্বাস আলী এর ধানের জমির উত্তর পার্শ্বে ইটাখোলা টু মোলামগাড়ী গামী পাঁকা রাস্তার খেজুর গাছের নিকট হইতে ডাকাতি করার প্রস্তুতি গ্রহনের সময় আসামী ১. মোঃ সাইফুল ইসলাম(৩৬), পিতা-মৃত জসিম উদ্দিন, মাতা-মৃত সালেহা বেগম ,স্থায়ী: গ্রাম- মেঘাগাছা (পশ্চিমপাড়া, ইউপি-রাজাপুর) , থানা- বগুড়া সদর, জেলা -বগুড়া, বাংলাদেশ ২. মোঃ রুবেল হোসেন(৩০), পিতা-মোঃ তাহারত ,স্থায়ী: (সুন্দরপাড়া) , থানা- পীরগাছা, জেলা -রংপুর, বর্তমান: গ্রাম- পাইকপাড়া , নিশিন্দারা) ,থানা- বগুড়া সদর, জেলা -বগুড়া, ৩. মোঃ জাফর(২৫), পিতা-মৃত আঃ খালেক, মাতা-মোছাঃ ফাতেম ,স্থায়ী: গ্রাম- বড় করিমপুর।, থানা- বীরগঞ্জ, জেলা -দিনাজপুর, বর্তমান: গ্রাম- জহুরুল নগর (জনৈক মোঃ হাফিজার রহমান এর মুদি দোকানের সামনে) , থানা- বগুড়া সদর, জেলা -বগুড়া, ৪. মোঃ মিন্টু মিয়া(২৩), পিতা-মোঃ চাঁন মিয়া, মাতা-মোছাঃ মোর্শেদা বেগম ,স্থায়ী: গ্রাম- রহিমাবাদ (দক্ষিণপাড়া) , থানা- শাজাহানপুর, জেলা -বগুড়াগণকে গ্রেফতার করেন এবং অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী দৌড়াইয়া পালাইয়া যায়। আসামীদের হেফাজত হইতে (১) ০১(এক)টি ফোল্ডিং মোড়ানো ষ্টীলের চাকু, যাহা খোলা অবস্থায় বাট সহ লম্বা ১০ ইঞ্চি এবং এক পার্শ্বে ধারালো (২) ০২ (দুই)টি লোহার রড, যাহার লম্বা ২৮.৫ ও ২৮.৩ ইঞ্চি (৩) ০১(এক)টি বাজারের ব্যাগ, (৪) ০১(এক)টি সুতার তৈরী রশি, যাহা লম্বা ৩০ ফুট ২৫ ইঞ্চি (৫) ০২টি পুরাতন গামছা (৬) ০১টি চটের বস্তা (৭) ০১ (এক) টি তিন চাকা বিশিষ্ট সবুজ রঙের সিএনজি, (৮) ০৩ টি বাটন মোবাইল সেট উদ্ধার করেন। অপরদিকে এসআই মোঃ মোখলেছুর রহমান ও এসআই রবিউল আওয়াল গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ জন এবং এসআই মহা আলম অন্যান্য আসামী ধারায় ০১ জন আসামী সর্ব মোট ০৭ জন আসামী গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ