জয়পুরহাট জেলায় ডিবি পুলিশ কর্তৃক ২০০(দুইশত) পিচ Tapentadol Tablets সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২২ সেপ্টেম্বর, ২০২২

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক সদর থানার ধলাহার ইউপির পূর্ব থিপুর গ্রাম হইতে ২০০(দুইশত) পিচ Tapentadol Tablets সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার সদর থানা এলাকায় ২১-০৯-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ)/মোঃ মিজানুর রহমান, এএসআই/মোঃ ইসমাইল হোসেন, এএসআই/মোঃ সাজেদুর রহমান ও সংগীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানাধীন ধলাহার ইউনিয়নের পূর্ব থিপুর গ্রাম হতে ধৃত আসামী ০১। মোঃ আব্দুর রাজ্জাক (৪৫) পিতা-মৃতঃ তছির উদ্দিন, সাং-পূর্ব থিপুর, থানা-সদর জেলা-জয়পুরহাট এর হেফাজত হতে ১০০(একশত)পিচ Tapentadol Tablets এবং ধৃত আসামি ২। মোঃ বাবু মিয়া (২৫), পিতা- মোঃ ইউসুফ আলী, সাং-আরজী অনন্তপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এর হেফাজত হতে ১০০(একশত) পিচ Tapentadol Tablets সহ সর্বমোট (১০০+১০০)=২০০ (দুইশত) পিচ Tapentadol Tablets উদ্ধার করে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।







সর্বশেষ সংবাদ