Police Station Image

About Thana

ক্ষেতলাল থানার সংক্ষিপ্ত ইতিহাসঃ ক্ষেতলাল উপজেলা থানা হিসাবে প্রতিষ্ঠালাভ করে ১৮৭৪ সালে। উপজেলা হিসাবে স্বীকৃতি লাভ করে ১৯৮৩ সালে। ক্ষেতলাল থানা ধান উৎপাদনের জন্য বিখ্যাত। এ উপজেলার নাম করন নিয়ে নির্দিষ্ট উৎস খুজে পাওয়া যায় নাই। সুধীজনদের মতে জানা যায় ক্ষেতলাল দীর্ঘসময় ধরে ধান উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। ধান ক্ষেতগুলো লাল আকার ধারন করে। এ কারনে ক্ষেত এবং লাল এদুটি শব্দ থেকেই নেয়া হয়েছে ক্ষেতলাল। এ থানায় রয়েছে বিখ্যাত হিন্দা কসবা শাহী জমে মসজিদ,আছরাঙ্গা দিঘী,সহ নানা স্থাপনা।

জুরিসডিকশন ম্যাপ ও এলাকার নামঃ ক্ষেতলাল থানা

ফাড়িঁ বা বিট এর তথ্যঃ নাই।

জনবলের তালিকাঃ ইন্সপেক্টর-(নিরস্ত্র) ০২, এসআই ১১, এএসআই ০৭, কনষ্টেবল ২৯, বাবুর্চী ০১, পরিচ্ছন্নতা কর্মী ০১ জন।

Contact Info

অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা

০১৭১৩৩৭৪০৮৪

ocjoy.khe@police.gov.bd

ইন্সপেক্টর(তদন্ত),ক্ষেতলাল থানা

০১৭৬৯৬৯৩৪৮৮

opsjoy.khe@police.gov.bd

ডিউটি অফিসার, ক্ষেতলাল থানা

০১৭৬৪-৯৮৯৮৭৬

০৫৭২৩-৫৬০১২