মানবিক পুলিশ,জনগণের পুলিশ

১২ ডিসেম্বর, ২০১৯

নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশনায় নওগাঁ জেলার ১১টি থানার অফিসার ফোর্সদের পাশাপাশি সার্কেল এএসপি, অতিঃ এসপি এমনকি পুলিশ সুপার নিজেও ছুটে চলেছেন জেলার প্রত্যন্ত এলাকায়, গ্রাম থেকে শহরে সর্বস্তরের মানুষের কাছে। জনগণের পাশে বসে শুনছেন তাদের কথা, বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসায় যেয়ে সাধারণ শিক্ষার্থীদের দিচ্ছেন সচেতনতামূলক পরামর্শ, এমনকি উঠান বৈঠক করে মা বোনদের সচেতন করছেন জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহের কুফল সম্পর্কে। থানার পুলিশ সদস্যদের দিচ্ছেন যথাযথ আইনি দিকনির্দেশনা, জটিল ও চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থল পরিদর্শন করে মামলাটি ডিটেক্ট করার চেষ্টা করছেন। এমনকি জেলার পুলিশ সুপার নিজে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন ডিউটি অফিসারের নির্ধারিত স্থানটিতে বসে। একজন সাধারণ পুলিশ সদস্যের মতো মনোযোগ দিয়ে শুনছেন অভিযোগকারীর কথা।তিনি প্রতিদিন তাঁর টিম নওগাঁর সদস্যদের সামনে থেকে উৎসাহিত করছেন,অনুপ্রাণিত করছেন মানবিক পুলিশ হওয়ার জন্য, জনগণের পুলিশ হওয়ার জন্য।







সর্বশেষ সংবাদ