
Posted Date
: 01 Jan 2020
Posted By
: District
তিনশত পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২(দুই)
০১ জানুয়ারী, ২০২০
৩০/১২/২০১৯খ্রিঃ দুপুর ১৪.৩০ ঘটিকায় নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওসি ডিবি জনাব কে এম শামসুদ্দিন নওগাঁ'র নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ শহিদুল ইসলাম. সঙ্গীয় এএসআই/মোঃ সোহেল ৱানা সঙ্গীয় ফোর্সসহ নিয়ামতপুর থানাধীন পারুইল আজাদের মোড় তিন মাথা এলাকায় ০২(দুই) জনকে (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। এই সংক্রান্তে নিয়ামতপুৱ থানায় মামলা রুজু হয়।
সর্বশেষ সংবাদ