
Posted Date
: 03 Oct 2019
Posted By
: Thana
১৫০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার সহ আসামী গ্রেফতার ও মামলা রুজু
০৩ অক্টোবর, ২০১৯
গত ইং ২৯/০৯/১৯ তারিখ ধামইরহাট থানার এস আই (নিঃ) মোঃ মহসীন আলী অভিযান ডিউটি করাকালীন ধামইরহাট থানাধীন মছলন্দপুর (আড়ানগর ইউপি) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ শাহিনুর ইসলাম, পিতাঃ জাকির হোসেন ওরফে খোকা, সাং-মছলন্দপুর এর বাড়িতে অভিযান করে আসামী ১। মোঃ দিপু (৪৫), পিতাঃ মৃত জমির উদ্দিন, সাং-জয়জয়পুর, ২। মোঃ ওয়াজেদ আলী (৫০), পিতাঃ মৃত কবেজ উদ্দিন, সাং-হাটনগর, ৩। মোঃ অহেদুল (৩৮), পিতাঃ মৃত কমির উদ্দিন, সাং-জয়জয়পুর, সর্ব থানাঃ ধামইরহাট, জেলাঃ নওগাঁগনদেরকে ১৫০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করিয়া থানায় নিয়মিত মামলা রুজু করতঃ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
সর্বশেষ সংবাদ