‘মুজিব বর্ষ উপলক্ষ্যে বিভাগীয় সমন্বয় সভায় অংশগ্রহণ করেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়’

আজ ২১ নভেম্বর ২০১৯ তারিখ, বৃহষ্পতিবার সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত ‘বিভাগীয় সমন্বয় সভায়’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মাননীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রাজশাহী রেঞ্জ জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)। উক্ত সভায় ডিআইজি মহোদয় ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতার ত্যাগ, তিতিক্ষা ও আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে গৃহীত সকল কর্মপরিকল্পনা বর্ণাঢ্যভাবে আয়োজন ও বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করে যাওয়ার আহবান জানান। একই সাথে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুদৃঢ় অঙ্গীকার পুনঃব্যক্ত করেন। তিনি সবাইকে গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতনতার সাথে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য উক্ত সভার সভাপতি ছিলেন মাননীয় বিভাগীয় কমিশনার, রাজশাহী। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, রাজশাহীসহ রাজশাহী বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage