সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় ০৩ লক্ষাধিক টাকার চোরাই মোবাইল ফোনসহ হাতেনাতে একটি সংঘবদ্ধ চক্রের প্রধান আসামী সিরাজুল ইসলাম গ্রেফতার।

মাননীয় পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল জনাব ফাহমিদা হক শেলী স্যারের পরামর্শক্রমে অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান স্যারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপাঃ এন্ড কমিঃ) জনাব মোঃ আসলাম হোসেন, এসআই মোঃ নুরুল হুদা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ০৫/১২/১৯ তারিখ রাত্রী ২০.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনাকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ও যথেষ্ঠ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শাহজাদপুর থানাধীন মনিরামপুর বাজারস্থ শাহজাহান সুপার মার্কেটের ভিতরে আসামী মোঃ সিরাজুল ইসলাম (৪৫) পিতা-মৃত রজব আলী, মাতা-মোছাঃ সালেহা বেগম, সাং-দ্বাবারিয়া, থানা-শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জকে ০৩ লক্ষাধিক টাকার ২৪ টি নিম্ন লিখিত বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন ও ১৩টি মোবাইল ফোনের ব্যাটারীসহ হাতেনাতে গ্রেফতার করেন। পরবর্তীতে জানা যায়, উক্ত আসামী একটি সংঘবদ্ধ চক্রের সহিত সক্রিয় ভাবে জড়িত। সে এলাকার বিভিন্ন চোরদের নিকট হইতে মোবাইল ফোন কম দামে ক্রয় করিয়া তাহার ফাতেমা টেলিকম মোবাইল ফোন ও সার্ভিসিং এর দোকান হইতে বিক্রয় করিয়া থাকে। এছাড়া চোরাইকৃত ফোনের বিভিন্ন যন্ত্রাংশ তাহার নিজেস্ব মেকার দ্বারা বিক্রয় করিয়া থাকে। উল্লেখিত ধৃত আসামী মোঃ সিরাজুল ইসলাম চোরাই মোবাইল সেট জানা সত্ত্বেও অজ্ঞাতনামা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করাসহ নিজ দখলে রাখিয়া জঘন্যতম অপরাধ করায় অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান স্যার উক্ত আসামীসহ তাহার সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে দন্ডবিধি আইনের ৪১১/৪১৩/১০৯ ধারায় নিয়মিত মামলা রুজু করিয়াছে। মামলা রুজুর প্রক্রিয়া শেষে উক্ত আসামীকে ইং ০৬-১২-১৯ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বর্তমানে শাহজাদপুর থানায় নিম্নোক্ত মোবাইল ফোন জমা আছে। উল্লেখিত মোবাইল ফোনের প্রমাণাদি দাখিল করা হইলে মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হইবে। এ ব্যাপারে আপনাদের সহযোগীতা একান্ত ভাবে কাম্য করা হইতেছে। 1 LAVA, MODEL NO-R1, 356068087045669 356068087045677 2 SYMPHONY, MODEL NO-V100, GSM/WCDMA Smart phone 359005071948448, 359005071948455 3 AG-TEL, MODEL NO-P300, 358656881039652 358656881039660 4 maximus, MODEL NO-iX 354774060244805 354774060244813 5 WALTON, MODEL NO-Primo E8 354834080739174 354834080739182 6 LAVA, MODEL NO-irIs 505, 2100 MHz 356582074689321, 356582074689339 7 WALTON, MODEL NO-Primo NH3I 354192090051522 354192090207785 8 SYMPHONY, MODEL NO-V75, 358377080906969 358377081406969 9 SONY XPERIA X-BO, MODEL NO-V3+ 355128484454251, 355128484454269 10 WALTON, MODEL NO-Primo E7+ 356078070167123 356078070371329 11 SAMSUNG, MODEL NO-SM-J120G/DS 357204071755265, 357205071755262 12 SAMSUNG, MODEL NO-GT-N7000 352935059228115 13 MI -- 14 WALTON, MODEL NO-Primo F7 353659080157775 353659080412774 15 SMILE, MODEL NO-Z2 354685070697867 354685070697875 16 WALTON, MODEL NO-Primo GH5 mini 358674070100862, 358674070253869 17 MI, MODEL NO-2013121 865623023943445 865623023943452 18 WALTON, MODEL NO-Primo E8 354834080493830 354834080493848 19 SYMPHONY, MODEL NO-i21, 357915080693102 357915080693110 20 maximus, MODEL NO-d7 353477100130320 353477100130338 21 WINMAX, MODEL NO-W200 357413051321440 357413051423444 22 SAMSUNG, MODEL NO-SM-B350E/D 355272070959404, 355273070959402 23 NOKIA, MODEL NO-1208 353517029585516 24 SYMPHONY, MODEL NO-L16, 359861077359521 35981077359539







সর্বশেষ সংবাদ
DIG Homepage