রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৫জন গ্রেফতার।

রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নিদের্শনায় গত ২৪ ঘন্টায় (০৯-১২-২০১৯ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৯ জন, তানোর থানা ০৫ জন, মোহনপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০৬ জন, বাগমারা থানা ০২ জন, দূর্গাপুর থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০৫ জন, বাঘা থানা ০৫ জনকে আটক করে। যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১২ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং জুলিয়ান সরেন @ টেকি(৪৫) কে ৬০লিটার চোলাইমদ, ২নং মোঃ আলেপ হোসেন(১৮) কে ১৫গ্রাম হেরোইন, ৩নং মোঃ রানা(২৬) এবং ৪নং মোঃ আশিক আলী(৩০) কে ২৩গ্রাম হেরোইনসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং মোঃ লিটন @ ডাগা(৩০) কে ১১পিচ ইয়াবা, ২নং মোঃ রাজিউল ইসলাম(২৯) এবং ৩নং মোসাঃ সাবিনা খাতুন(৩২) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ পারভেজ(২২) কে ১২বোতল ফেন্সিডিল এবং ২নং মোঃ আজিজুল হক(৪০) কে ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ জোহা সরকার(২০) ও ২নং মোঃ সুমন সরদার(১৭) কে ৩০০গ্রাম গাঁজা এবং ৩নং মোঃ আক্কাশ আলী(৫০) কে ০৬গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage