এস,আই (নিরস্ত্র) মোঃ শাহাদত হোসেন, সঙ্গীয় ফোর্স এ,এস,আই (নিঃ) মোঃ মোবারক হোসেন কং/৭৮০ মোঃ হাতেম আলী, কং/১০৪০ মোঃ মিজানুর রহমান কং/১৪৭২ মোঃ মতিউর রহমান , ড্রাইঃ কং/১৭৭৮ মোঃ বাকী বিল্লাহ সকলেই মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র শিবগঞ্জ থানা, জেলা- বগুড়া মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং-২৯৭, তারিখ-১০/১২/২০১৯ খ্রিঃ মূলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার ও গাড়ী চেকিং ডিউটি করাকালে ইং-১১/১২/২০১৯ খ্রিঃ রাত্রি ০০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, দিনাজপুর হইতে ঢাকাগামী “এসআর” পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১২-৮৯৯৫ তে করিয়া একজন লোক যাত্রী বেশে ফেন্সিডিল লইয়া ঢাকার দিকে যাইতেছে। উক্ত এসআই সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর অবস্থান লইয়া গাড়ি চেকিং করাকালে ইং-১১/১২/২০১৯ খ্রিঃ রাত্রি ০১.১০ ঘটিকার সময় বর্ণিত বাসটি ঘটনাস্থলে পৌছাইলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সংকেত দিয়া উক্ত বাসটি থামাইয়া উপস্থিত সাক্ষীদের তল্লাশী করিয়া আসামী ১। মোঃ হাবিবুর রহমান (৩০), পিতা-মৃত আঃ লতিফ, সাং-মন্ডলিপাড়া (মন্ডলপাড়া), থানা- পাবর্তীপুর, জেলা-দিনাজপুর এর হেফাজত ৪০ (চল্লিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হইয়াছে।