জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও জয়পুরহাট হানাদারমুক্ত দিবস পালিত হয়

জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে ১৪.১২.২০১৯ খ্রীঃ বিকাল ০৩.০০ ঘটিকার সময় জয়পুরহাট উপজেলার বম্বু ইউনিয়নের কড়ই-কাদিপুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ২৬ এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার হিন্দু অধ্যুষিত কড়ই ও কাদিপুর গ্রামের ৩৭১ জন নিরীহ গ্রামবাসীকে স্বাধীনতা বিরোধীদের সহযোগীতায় পাক সেনারা গুলি করে হত্যা করে। এই পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক, জনাব মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম), জনাব মোঃ আরিফুর রহমান রকেট, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মহোদয় প্রমূখ। আলোচনা সভায় ২৬ এপ্রিল পাক সেনারা ৩৭১ জন শহীদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করেন। এসময় পাক হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে সন্ধ্যা ০৫.৪৫ মিনিটে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও জয়পুরহাট হানাদারমুক্ত দিবস উদযাপন-২০১৯ উপলক্ষে ডাঃ আবুল কাশেম ময়দানে বাংলাদেশের মানচিত্রে প্রদীপ প্রজ্জ্বলন করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage