বগুড়া জেলার পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কল্যাণ সভা ও পুলিশ অফিসে অপরাধ পর্যালোচনা সভা গ্রহণ

বগুড়ায় পাঁচ ক্যাটাগরিতে এবার নভেম্বর মাসের কর্ম সম্পাদনে ৩৮ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার সকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ এবং অপরাধ সভায় বগুড়ার পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম(বার) তাদের পুরস্কৃত করেন। এসময় জেলা পুলিশের পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপারদের মধ্যে জনাব মোঃ আরিফুর রহমান মণ্ডল বিপিএম(বার), পিপিএম ও জনাব মোঃ আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে জনাব সনাতন চক্রবর্তী, জনাব গাজিউর রহমান ও জনাব তাপস কুমার পাল, সহকারী পুলিশ সুপারদের মধ্যে জনাব কে এইচএম এরশাদ ও জনাব মোহাম্মদ রাজিউর রহমান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুসহ সকল থানার ওসি উপস্থিত ছিলেন। চৌকস কার্যসম্পাদন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী, শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও বিশেষ পুরস্কার এই ৫ ক্যাটাগরিতে  সেরা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। বগুড়া পুলিশের মিডিয়া বিভাগের প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ওই পাঁচ ক্যাটাগরিতে কনস্টেবল থেকে শুরু করে সার্কেল অফিসারদের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। চৌকস কার্য সম্পাদন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, গোয়েন্দা শাখার ওসি আসলাম আলী। এসআই দের মধ্যে যথাক্রমে- সদর থানার জাহিদুল ইসলাম, গাবতলী মডেল থানার কান্তি কুমার মোদক, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের আনিসুর রহমান। এ এস আই দের মধ্যে- ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির আহসান হাবীব,  শাজাহানপুর থানার আলম মিয়া, সদর থানার ইলিয়াস হোসেন, এবং জেলা বিশেষ শাখার কনস্টেবল গোলাম মোস্তফা। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ক্যাটাগরিতে জেলা গোয়েন্দা শাখার এসআই ফয়সাল হাসান। শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী ক্যাটাগরিতে জেলা গোয়েন্দা শাখার এসআই সাইফুল ইসলাম। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ক্যাটাগরিতে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ইমরান মাহমুদ তুহিন। বিশেষ পুরস্কার ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন, জেলা গোয়েন্দা শাখার এসআই ফিরোজ সরকার, সদর থানার এসআই জহুরুল ইসলাম এবং নারী হেল্পডেস্ক কর্মকর্তা সদর থানার এসআই  রোজিনা খাতুন। এছাড়া ২২জন পুলিশ সদস্য কে অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন- এসআই দের মধ্যে যথাক্রমে- সদর থানার সোলায়মান শিবগঞ্জ থানার যথাক্রমে- হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আলী এবং শাহাদৎ হোসেন, গাবতলী মডেল থানার জিয়াউর রহমান এবং সারিয়াকান্দি থানা মোস্তাফিজুর রহমান। এএসআই দের মধ্যে - সদর থানার আবু তাহের, আব্দুস সালাম, ইলিয়াস আলী, সোহেল রানা এবং সোহেল রানা -২, শিবগঞ্জ থানার মামুনুর রশিদ ও খাইরুল বাশার, সোনাতলা থানার মিজানুর রহমান ও আতিকুর রহমান,  গাবতলী মডেল থানার মুস্তাকিম ও কাজেম আলী, ধুনট থানার শাহজাহান আলী, শাজাহানপুর থানার আলম মিয়া এবং উপশহর ফাঁড়ি পুলিশের এটিএসআই বদিউজ্জামান। সবশেষে তিনজন পুলিশ সদস্যকে অবসরোত্তর সংবর্ধনা দেয়া হয়। পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা প্রদান করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage