বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে নারুলী পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই/মোঃ বেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ আসামী ১. মোঃ মিন আরাফাত সাদ্দাম (২৫), পিতা- মৃত মোজাম্মেল হক খোকা স্থায়ী : গ্রাম- কড়িতলা (বাজার), উপজেলা/থানা-সারিয়াকান্দি, বগুড়াকে ইং ৩০/১২/২০১৯ তারিখ বগুড়া সদর থানাধীন বুজরুক বারিয়া গ্রামস্থ জনৈক মাফু কবিরাজের ঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০ লিটার চোলাই মদ(বাংলা মদ) সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-১০৫, তারিখ- ৩০ ডিসে, ২০১৯; জি আর নং-১৩৮৮/২০১৯, তারিখ- ৩০ ডিসে, ২০১৯; সময়- সময় ১১.২৫ মিনিট ধারা- ৩৬(১) এর ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়।