জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নিদের্শক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব নিত্যপদ দাস এর নের্তত্বে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া গোদাগাড়ী থানাধীন কাঁকন পৌরসভাস্থ ধৃত আসামী মোঃ শেহের আলী এর বসতবাড়ীর দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী ঘর হইতে ০৩/০১/২০২০ তারিখ ০০.২০ হইতে ০০.৩০ ঘটিকার সময় আসামী ১। মোঃ শেহের আলী (৫২), পিতা- মৃত রুস্তম আলী,সাং-কাকনপাড়া, থানা-গোদাগাড়ী,জেলা-রাজশাহীকে অবৈধ মাদকদ্রব্য ১০৫ (একশত পাঁচ) গ্রাম গাঁজা উদ্ধার করেন।