২ টি বিদেশী পিস্তল ০২ রাউন্ড গুলি সহ র‌্যাব কর্তৃক ০২ জন আসামী গ্রেফতার

বাদী এসআই (নিঃ)/মোঃ মোস্তাফিজার রহমান সঙ্গীয় টহল কমান্ডার ডিএডি/৮৮৯৭ (নায়েব সুবেদার) দীলিপ সরকার, পিসি/১৪৭০৪ মোঃ সেকেন্দার আলী, সিপিএল/৪৬৯১৮৫ মোঃ রেয়াজুল কবির, কং/৮৬৩৩ মোঃ কামরুল ইসলাম, কং/৭৩৮ মোঃ ফারুক হোসেন, কনস্টেবল (ড্রাইভার)/৩৫১৬৪ মোঃ মফিজুল হক সকলে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী ও ঘটনাস্থল হতে ধৃত আসামী ১। মোঃ মামুন (৩০), পিতা- মোঃ ফয়মুদ্দিন, ২। মোঃ দুলু মিয়া (৩৫), পিতা- মোঃ ইদ্রিস আলী, উভয়  সাং- নরশিয়া, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়ের দখল ও হেফাজত হতে উদ্ধার মতে জব্দকৃত আলামত (ক) ০২ টি কালো রংয়ের বিদেশী পিস্তল যার দৈর্ঘ্য ৮” (আট ইঞ্চি)। যার বাটের উভয় পার্শ্বে প্লাষ্টিক ফাইবার গ্রীপ সংযুক্ত, পিস্তলে হেমার, ট্রিগার, ফায়ারিং পিন সংযুক্ত । ০২ (দুই) টি পিস্তলের উভয় পাশের্^ অস্পষ্ট খোদাই কিছু লেখা আছে। (খ) ০২ (দুই) টি পিস্তলের ০২ টি ম্যাগাজিন যার  দৈর্ঘ্য ৪.৪” (চার দশমিক চার ইঞ্চি) বিশিষ্ট। (গ) পিস্তলের গুলি ০২ (দুই) রাউন্ড প্রতিটি গুলির পিছনে কঋ ও ৭.৬৫ লেখা আছে, (ঘ)  দুটি পুরাতন ব্যবহারকৃত মোবাইল ফোন, যার মধ্যে ০১ (এক) টি কালো রংয়ের  এঙখউইঊজএ ঠ১০১ পুরাতন মোবাইল ফোন যাতে ০১ (এক)টি সীমকার্ড সংযুক্ত ও ০১ (এক) টি ঠওঠঙ স্মার্ট ফোন, যাতে ০১ (এক)টি সিম ও ০১ (এক)টি মেমোরী কার্ড সংযুক্ত সহ বর্ণিত ধৃত আসামীদ্বয়ের  বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, সিপিএসসি- র‌্যাব-৫ রাজশাহী এর জিডি নং- ৪৭১, টহল সিসি নং- ১০৬৪/১৯, তাং-৩১/১২/২০১৯ ইং মোতাবেক সময় ১৩.৪০ ঘটিকায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে বাহির হন। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন বড়গাছী বাজার এলাকায় অবস্থানকালে রাত্রী ২১.২০ ঘটিকায় টহল কমান্ডার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন বড়জামবাড়ীয়া গ্রামস্থ খাপানের বিলের জনৈক নজর হাজীর এর জমির পাশে কালভাটের উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষনিক উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সরকারী গাড়ীযোগে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই এবং রাত্রী ২১.৫০ ঘটিকায় উক্ত ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন বড়জামবাড়ীয়া গ্রামস্থ খাপানের বিলের জনৈক নজরহাজী এর জমির পাশে কালভাটের উপর পৌঁছা মাত্র দুইজন ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্স কনষ্টেবল মোঃ কামরুল ইসলাম, কনষ্টেবল মোঃ ফারুক হোসেনদ্বয়ের সহায়তায় চারিদিক থেকে ঘেরাও করিয়া আমি নিজে উপরোক্ত আসামী মোঃ মামুন (৩০) ও মোঃ দুলু মিয়া (৩৫)দ্বয়কে ধৃত করি। ইতোমধ্যে ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মামুন এর দেহ বিধি মোতাবেক তল্লাশী করিয়া তার পরিহিত কালো রংয়ের জিন্স প্যান্টের কোমড়ের গোঁজা অবস্থায় ০১ (এক) টি কালো রংয়ের বিদেশী পিস্তল যার দৈর্ঘ্য ৮” (আট ইঞ্চি)। যার বাটের উভয় পার্শ্বে প্লাষ্টিক ফাইবার গ্রীপ সংযুক্ত, পিস্তলে হেমার, ট্রিগার, ফায়ারিং পিন সংযুক্ত এবং পিস্তলের উভয় পাশের্^ অস্পষ্ট খোদাই কিছু লেখা আছে। পিস্তলের ০১ (এক) টি ম্যাগাজিন যার দৈর্ঘ্য ৪.৪” (চার দশমিক চার ইঞ্চি), যার মধ্যে পিস্তলের ০১ (এক) রাউন্ড গুলি ভর্তি আছে। গুলির পিছনে KF  ও 7.65 লেখা আছে। অপর ধৃত আসামী দুলু মিয়া এর দেহ বিধি মোতাবেক তল্লাশী করিয়া তার পরিহিত সাদা-নীল রংয়ের লুঙ্গির কোমড়ে গোঁজা অবস্থায় ০১ (এক) টি কালো রংয়ের বিদেশী পিস্তল যার দৈর্ঘ্য ৮” (আট ইঞ্চি)। যার বাটের উভয় পার্শ্বে প্লাষ্টিক ফাইবার গ্রীপ সংযুক্ত, পিস্তলে হেমার, ট্রিগার, ফায়ারিং পিন সংযুক্ত এবং পিস্তলের উভয় পাশের্^ অস্পষ্ট খোদাই কিছু লেখা আছে। পিস্তলের ০১ (এক) টি ম্যাগাজিন যার দৈর্ঘ্য ৪.৪” (চার দশমিক চার ইঞ্চি), যার মধ্যে পিস্তলের ০১ (এক) রাউন্ড গুলি ভর্তি আছে। গুলির পিছনে KF  ও 7.65 লেখা আছে। ধৃত আসামী মামুন এর ডান পকেট হতে ০১ (এক) টি VIVO স্মার্ট ফোন, যাতে ০১ (এক)টি সিম ও ০১ (এক)টি মেমোরী কার্ড সংযুক্ত ও অপর আসামী দুলু মিয়া ডান পকেট হতে ০১ (এক) টি কালো রংয়ের   GOLDBERG V101 পুরাতন মোবাইল ফোন যাতে ০১ (এক)টি সীমকার্ড সংযুক্ত অবস্থায় উদ্ধার করেন। অতঃপর সাক্ষীদের উপস্থিতি ও সনাক্ত মতে বাদী এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজার রহমান উক্ত আলামতসমূহ ঘটনাস্থলে অদ্য ৩১/১২/২০১৯ ইং তারিখ সময় রাত্রী ২২.৩৫ ঘটিকায় উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করি। ডিএডি দীলিপ সরকার ধৃত আসামীদ্বয়কে নিজ হেফাজতে গ্রহন করেন। জব্দ তালিকায়, পিস্তল ও ম্যাগাজিনের গায়ে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।  উক্ত বিষয়ের আলোকে বাদী ভোলাহাট থানায় আসিয়া একটি এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ সাহেব তাহা আমলে নিয়ে ভোলাহাট থানার মামলা নং ০১, তারিখ ০১/০১/২০২০ খ্রি:, ধারা- The Arms Act 1878 Gi 19 A রুজু করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই/ মো: আতাউর হোসেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage