বগুড়া সদর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র সহ ০৬(ছয়) জন ডাকাত আটক।

বগুড়া সদর থানাধীন নারুলী পুলিশ ফাঁড়ী, বগুড়ার জিডি নং- ৬০ তারিখঃ ০৫/০১/২০২০ ইং মুলে পুলিশ পরিদর্শক জনাব মোঃ জামিরুল ইসলাম, ইনচার্জ নারুলী পুলিশ ফাঁড়ী, বগুড়া সঙ্গীয় অফিসার ফোর্স সহ ফাড়ী এলাকায় রাত্রিকালীন রনপাহাড়া ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে ইং ০৫/০১/২০২০ তারিখ রাত্রি ০১.৪৫ ঘটিকার সময় চেলোপাড়া এলাকায় অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বগুড়া সদর থানাধীন ধাওয়াপাড়া গ্রামস্থ বগুড়া কলেজ গেটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী ডাকাতদল ডাকাতি করার জন্য সমাবেত হইয়া প্রস্তুতি গ্রহন পুর্বক অবস্থান করিতেছে মর্মে সংবাদ প্রাপ্ত হইয়া মামলার বাদী সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং ০৫/০১/২০২০ তারিখ রাত্রি ০২.০৫ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হইয়া ডাকাতদের ধাওয়া করিলে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে বাদী সঙ্গীয় অফিসার ফোর্সসহ উল্লেখিত আসামীদেরকে আটক করিতে সক্ষম হন। অজ্ঞাতনামা আরও ১০/১২ জন ডাকাতরা দিক বেদিক দৌড়াইয়া পালাইয়া যায়। অতপর মামলা বাদী সহ অঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী  ১। মোঃ ইমরান এর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাত হইতে একটি বার্মিজ চাকু লম্বা ০৯ ইঞ্চি এবং একটি কালো মুখোশের কাপড়,  আসামী ২। মোঃ নাজমুল এর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাতে রক্ষিত একটি চাপাতি যাহা বাটসহ লম্বা ১২ ইঞ্চি, একটি কালো মুখোশের কাপড়, ৩। মোঃ শাওন এর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাতে রক্ষিত একটি চাকু যাহা বাটসহ লম্বা ১৫.৫ ইঞ্চি, একটি কালো মুখোশের কাপড়, আসামী ৪। আজিজুল এর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাতে রক্ষিত একটি চাকু যাহা বাটসহ লম্বা ১৫ ইঞ্চি, একটি কালো মুখোশের কাপড়, আসামী ৫। মোঃ সোহেল এর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাতে রক্ষিত একটি চাকু যাহা বাটসহ লম্বা ১৫ ইঞ্চি, একটি কালো মুখোশের কাপড়, আসামী ৬। হৃদয় হাসান এর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাতে রক্ষিত একটি চাকু যাহা বাটসহ লম্বা ১৪ ইঞ্চি, একটি কালো মুখোশের কাপড় উদ্ধার পূর্বক ইং ০৫/০১/২০২০ তারিখ রাত্রি ০২.৩০ ঘটিকার সময় জব্দ তালিকামুলে জব্দ করেন। ধৃত আসামীদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তাহারা বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে এবং ধৃত আসামীদেরকে পলাতক আসামীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা জানায় যে, তাহারাসহ পলাতক আসামীগন রোড ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হইয়া ডাকাতি করার প্রস্তুত গ্রহন করিতেছিল। উল্লেখিত ডাকাতদল পুর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র দ্বারা ভীতি প্রদর্শন করতঃ ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হইয়া ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করে।এই সংক্রান্তে বগুড়া সদর থানার মামলা নং-১৫ তাং-০৫/০১/২০২০ ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage