পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নিদেশনায় মোসাঃ খুরশীদা বানু (কনা), অফিসার ইনচার্জ, দূর্গাপুর থানা, রাজশাহী এর নেতৃত্বে এসআই মোঃ মাসুদ রানা, এএসআই মোঃ শাফিরুল ইসলাম, এএসআই মোঃ এরশাদ আলী, কং/৭০৭ মোঃ হাফিজুর রহমান সকলেই দুর্গাপুর থানা, রাজশাহীগণ ০৬/০১/২০২০ খ্রিঃ তারিখ ১৬.১৫ ঘটিকায় দূর্গাপুর থানাধীন সুখানদিঘী পশ্চিমপাড়া গ্রামস্থ মোঃ লালন (২৬), পিতা-ওসলিম @ তসলিম এর বসত বাড়ীর সামনে কাচা রাস্তার উপর থেকে ১৫ পিচ ইয়াবা সহ আসামী মোঃ লালন (২৬), পিতা-ওসলিম @ তসলিম, সাং-সুখানদিঘী পশ্চিমপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।