মোহনপুরে ১৭ গ্রাম হেরোইন এবং ৫২ পিচ ইয়াবাসহ গ্রেফতার ০৩ জন।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, মোহনপুর থানা এর নেতৃত্বে মোহনপুর থানাধীন তাহেরপুর পাকুড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ নইমুদ্দিন (৬০) পিতা- মোঃ আঃ মজিদ এর বসতবাড়ীর পূর্ব দিকে কলাবাগান মোড় হইতে ধোরসা গামী পাঁকা রাস্তার উপর হইতে সর্বমোট ১৭ গ্রাম হেরোইনসহ আসামী ১। মোঃ আজমাল হোসেন (৩৫) পিতা- মৃত বাদশা, আসামী ২। মোঃ কামরুজ্জামান @ রানা (৩৪) পিতা- মৃত শামসুদ্দিন ৩। মোঃ সাজ্জাদ হোসেন (৩০) পিতা- মোঃ আবু সাঈদ ৪। মোঃ কামরুল ইসলাম (২০) পিতা- মোঃ ইব্রাহিম সর্ব সাং- তাহেরপুর পাকুড়িয়া থানা- মোহনপুর জেলা- রাজশাহীগনকে গ্রেফতার করা হয় এবং মোহনপুর উপজেলা চত্বরে আন্দাপুকুরের উত্তর পার্শ্বে শানবাঁধা ঘাটের উপর হইতে ৫২ (বাঁয়ান্ন) পিচ লালচে রংয়ের ইয়াবা (অ্যামফেটামিন) ট্যাবলেটসহ আসামী ৩। মোঃ রুবেল সরকার (৪৫) পিতা- মৃত আঃ সামাদ সরকার সাং- মোহনপুর থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage