জনাব মোঃ সাবের রেজা আহমেদ, অফিসার ইনচার্জ, গাবতলী মডেল থানা, বগুড়া স্যারের নেতৃত্বে এএসআই মোঃ মোস্তাকিন ও এএসআই মোঃ কাওসার জাহান সহ সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১৩/০১/২০২০ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় বগুড়া শাজাহানপুর থানাধীন মাঝিরা এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ রোস্তম আলী @ রকেট (৪৫) পিতা-মৃত মোস্তাফিজুর রহমান সাং-মোমিন খাদা, থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হয়।