রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৫১ জন গ্রেফতার

রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় (১৪-০১-২০২০ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৫১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ২২ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০৪ জন, পুঠিয়া থানা ১২ জন, বাগমারা থানা ০১ জন, দূর্গাপুর থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০৬ জন, বাঘা থানা ০২ জনকে আটক করে। যার মধ্যে ৩৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১৩ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয় । গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোসাঃ বিউটি(৩৫) কে ২৭গ্রাম হেরোইন, ২নং শ্রী সিমান্ত হাঁসদা(২০) কে ২৭লিটার চোলাইমদ, ৩নং মোঃ আফজাল হোসেন(২৪) কে ১২০গ্রাম গাঁজা, ৪নং মোঃ কামরুজ্জামান(৪৫) কে ১০০গ্রাম হেরোইন এবং ৫নং মোঃ কালাম(৩৬) কে ২৫০গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুুলিশ ১নং মোঃ আফাজ আলী(৪২) এবং ২নং মোঃ কামরুল ইসলাম(৩৪) কে ০৫গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ রুবেল(২৭), ২নং মোঃ রনি আহম্মেদ(২৮), ৩নং মোঃ রাসেল আহম্মেদ(২৫), ৪নং মোঃ ইউসুব আলী(২৪) কে ১৭পিচ ইয়াবা এবং ৫নং মোঃ আবু সাঈদ(৩৭), ৬নং মোঃ জনি(২৫) কে ২৪৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage