নাটোর জেলার লালপুর থানার পুলিশ কর্তৃক ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাঃ মোনোয়ারুজ্জামান এর নির্দেশক্রমে এসআই মোঃ সেলিম হোসেন, এসআই মোহাম্মদ ফজলুল হক, এএসআই মোঃ মুক্তার, এএসআই মোঃ শহিদুল ইসলাম সহ লালপুর থানার থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে এসআই মোহাম্মদ ফজলুল হক লালপুর থানাধীন পাটিকাবাড়ী পশ্চিমপাড়া গ্রামস্থ মোঃ রনজিত, পিতা- মৃত ইয়াছিন, সাং- পাটিকাবাড়ী কলাবাগানের পশ্চিম কোন হইতে আসামী মোঃ সুমন (২৫), পিতা- মোঃ আসাদুল মোল্লা, সাং- পাটিকাবাড়ী (দক্ষিণপাড়া), থানা- লালপুর, জেলা- নাটোরকে গাঁজা সেবন রত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন এবং এসআই মোঃ সেলিম হোসেন লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা গ্রামস্থ জনৈক মোঃ রেজাউল করিম (৫২), পিতা- মৃত খোদাবক্স এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ তাইজুল হোসেন (৪৫), পিতা- মৃত আফাজ উদ্দিন, সাং- সারটিয়া, থানা- আটঘরিয়া, জেলা- পাবনাকে ১০ (দশ) পুরিয়া হেরোইন, ওজন- ০১ গ্রাম সহ হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় ০২ টি পৃথক পৃথক মামলা দায়ের করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage