তানোর থানা পুলিশের বিশের অভিযানে ১৮ (আঠার) জন আসামী গ্রেফতার।

অদ্য ইং ১৬/০১/২০২০ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম ও অতিঃ পুলিশ সুপার জনাব মোঃ মাহমুদুল হাসান,জনাব মোঃ মতিউর রহমান সিদ্দিকি, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল জনাব মোঃ আব্দুর রাজ্জাক খাঁন মহোদয়ের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান, এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মাসুদ করিম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। হেকমত আলী (৪২), পিতা- মৃত খেজের আলী সাং- গোপাল পুর, থানা- মোহনপুর, ২। মোঃ মোজ্জামেল হক (৪২), পিতা- মৃত ফয়েজ উদ্দিন মন্ডল সাং- মদনহাটি, থানা- পবা, উভয় জেলা-রাজশাহীদ্বয়কে চোলাইমদ সেবন করার অপরাধে, এসআই(নিঃ) মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। মোঃ আঃ হামিদ (৩৮), পিতা- মোঃ আঃ ওয়াহেদ, মাতা- মোছাঃ মর্জিনা সাং- কালনা (পূবর্পাড়া) , থানা- তানোর, ২। মোঃ ইসরাইল (৩২), পিতা- মৃত খলিল মন্ডল, মাতা- মোছাঃ মোনোয়ারা সাং-তানোর উপরপাড়া, থানা- তানোর, উভয় জেলা-রাজশাহীদ্বয়কে চোলাইমদ সেবন করার অপরাধে, এসআই(নিঃ) মোঃ সানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। সুখ মোহাম্মদ (৩০), পিতা- মোঃ শওকত আলী সাং- মির্জাপুর, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে চোলাইমদ সেবন করার অপরাধে, এসআই(নিঃ) মোঃ ছাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। মোঃ মাসুদ রানা (৪০), পিতা- মৃত শামসুদ্দিন সাং- মোহাম্মদপুর (পূবর্পাড়া) , ২। মোঃ সাদিকুল ইসলাম (৫০), পিতা- মোঃ ময়েজ উদ্দিন সাং- মোহাম্মদপুর (পূবর্পাড়া), ৩। মোঃ আব্দুর রাজ্জাক (৪৫), পিতা- মৃত ইসমত আলী সাং- মোহনপুর, উভয় থানা- তানোর, জেলা-রাজশাহীগণদেরকে চোলাইমদ সেবন করার অপরাধে, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। মোঃ গোলাম রব্বানী (৪৫), পিতা- মোঃ আনিছুর রহমান সাং- মোহাম্মদপুর (পূর্বপাড়া ) , থানা- তানোর, জেলা-রাজশাহী-কে ২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ, এসআই(নিঃ) মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। সেকেন্দার মুর্মু@ সেকেন (৫০), পিতা- মৃত মেলচা মুর্মু ২। সুনীল টুডু (৩৫), পিতা- মাতলা টুডু স্থায়ী ৩। শ্যামলী মার্ডি (২৫), স্বামী- শ্রী সামুয়েল মুরমু ৪। শ্রীমতি কান্ত হেমরম (৪০), স্বামী- মৃত মুংলু হাসদা সর্ব সাং- কোয়েল (বৈরাগীপাড়া) , থানা- তানোর, জেলা-রাজশাহীগণদেরকে ২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ, এসআই(নিঃ) মোঃ রুহুল আমীন সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। নমিতা হেমরম (৩০), পিতা- মৃত রবিন হেমরম সাং- মোহর (সল্লাপাড়া ),থানা- তানোর, জেলা-রাজশাহীকে ১২ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ, এএসআই(নিঃ) মোঃ মুকুল হোসেন এএসআই(নিঃ) মোঃ হাফিজুল ইসলাম(২), এএসআই(নিঃ) মোঃ রকিবুল হাসান, এএসআই(নিঃ) মোঃ ইউনুস আলী মোল্লা, এএসআই(নিঃ) হাফিজুল ইসলাম-১ সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতারী পরোয়ানা মুলে আসামী ১। আফাজ, পিতা-সবের আালী, সাং-কুঠিপাড়া, ২। মোঃ মিঠোম সরদার, পিতা-মনির সরদার, সাং-সরনজাই চকপাড়া, ৩। শ্রী মহানন্দ সরদার, পিতা-মৃত সুবল সরদার, ৪। শ্রীমতি অনিতা রানী, পিতা-মৃত অভিমানা হালদার, উভয় সাং-মাসিন্দা সর্ব থানা-তানোর, জেলা-রাজশাহীগণদেরকে গ্রেফতার পূবর্ক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage