বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযান করাকালে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ীতে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ্ মোঃ এনায়েতুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোছাঃ দিপা বেগম @ রূপা (৩৫), স্বামী/স্ত্রী-মোঃ এনামুল ইসলাম@ বাবলু স্থায়ী : গ্রাম-ফাপোড়(মধ্যপাড়া ( স্কুলের পার্শ্বে), উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়াকে ইং ১৭/০১/২০২০ তারিখ বিকাল ০৪.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন সেউজগাড়ী রেল কলোনী সুইপার পট্টির পশ্চিমে জনৈক শহিদুল এর ঝুপড়ি ঘরের ভিতর হইতে ১০০গ্রাম গাঁজা সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া সদর থানার এফ আই আর নং-৬৩, তারিখ- ১৭ জানু, ২০২০; জি আর নং-৬৩ /২০২০, তারিখ- ১৭ জানু, ২০২০; সময়- সময় ২০.৫০ মিনিট ধারা- ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়।