"বিশেষ অভিযান চলাকালীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি পিকআপ সহ ১৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার"

পুলিশ সুপার সিরাজগঞ্জ জনাব হাসিবুল আলম বিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সৈয়দ সহিদ আলম বিপিএম এর নেতৃত্বে গত ইং-১৮/০১/২০২০খ্রিঃ তারিখ সন্ধা ১৯.৩৫ ঘটিকার সময় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্তর হইতে অনুমান ২০০গজ পূর্ব দিকে ঢাকাগামী বাসের লেনে , তল্লাশীকালে হিলি জয়পুরহাট হইতে আগত ঢাকাগামী পিকআপ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৭-৭৩২৫ সিগনাল দিলে উক্ত পিকআপটি সিগনাল অমান্য করিয়া পালাইয়া যাইতে থাকিলে, পুলিশ তাহার পিছু নিলে পিকআপটি টোল প্লাজার দিকে গিয়ে টোল প্লাজা হইতে অনুমান ৫০ গজ পশ্চিম দিকে গাড়ীটি রাস্তায় রাখিয়া অজ্ঞাতনামা চালক ও ১জন অজ্ঞাত ব্যক্তি গাড়ী হইতে দ্রুত নামিয়া দৌড়াইয়া পালাইয়া যায়। উক্ত পিকআপের তল্লাশি করিয়া পিকআপটির কেবিনে ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১টি জলপাই রংয়ের বডার দেওয়া কালো রংয়ের বড় ট্রাভেল ব্যাগের ভিতর রক্ষিত ১৮১(একশত একাশি) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে চালক ও অজ্ঞাতনাম ব্যক্তির বিরুদ্ধে অত্র থানার মামলা নং-০৩ তারিথ-১৮/০১/২০২০খ্রিঃ, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি)/২৫-ডি রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage