বগুড়া ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০০(চার শত) পিচ ইয়াবাসহ ১ জন গ্রেফতার
বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৪০০(চার শত) পিচ ইয়াবাসহ বগুড়া সদর থানাধীন নারুলী এলাকা হতে একাধিক মাদক মামলার আাসামি মোঃ- ফরহাদ হোসেন (৩২) পিতা মৃত বাচ্চু মিয়া সাং-ফাঁপোর গাজী পালশা থানা- সদর জেলা বগুড়া আটক।