বিলের পানিতে কচুরিপানায় আটকে ডুবতে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করল মোহনপুর থানা পুলিশ

অদ্য ২০ জানুয়ারি ২০২০ তারিখ বেলা ১.৩০ টার দিকে বিলের পানিতে কচুরিপানায় আটকে পড়ে ডুবতে থাকা এক ব্যক্তিকে বিলে নেমে উদ্ধার করে রাজশাহীর মোহনপুর থানা পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির নাম মো: মিলন(৪০), পিতা: এমাজউদ্দীন, গ্রাম: মহিষকুন্ডি, থানা- মোহনপুর, জেলা: রাজশাহী । উল্লেখ্য মিলন নামক উক্ত ব্যক্তি মোহনপুর থানাধীন মোহনপুর নামক বিল দিয়ে জমিতে কাজ করার উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ করে গভীর খাদের পানির মধ্যে পড়ে যায় এবং কচুরিপানায় আটকে পড়ে ডুবতে থাকে। এ রকম তথ্য পেয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পোছায়। থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাক হোসেন, এসআই মিজান, কনস্টেবল ইসমাইল, কনস্টেবল সজীব তাৎক্ষণিক বিলে নেমে সাধারন জনগনের সহযোগিতায় মিলনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে মিলন চিকিৎসাধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সবসময় সাধারন মানুষের পাশে রয়েছে পুলিশ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage