ছিনতাই হওয়া ট্রাক ও ৩০০ বস্তা সরকারী গম উদ্ধার

ইং ২২/০৮/২০১৯ তারিখ বিকাল অনুমান-০৪.০০ ঘটিকার সময় বাদী মোঃ  শাহ জালাল এর  ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো-ট-১৩-০৯৩৪ গাড়ীটি ড্রাইভার মোঃ ইউসুফ(৪৫), পিতা-মৃত হবিবর রহমান, সাং-কাজীপাড়া, থানা-কালাই, জেলা-জয়পুরহাট নারায়নগঞ্জ সাইলো হইতে ৩০০ বস্তা সরকারী গম যাহার ওজন অনুমান ১৫(পনের) টন গম  লোড করিয়া জয়পুরহাট খাদ্য গোডাউনের উদ্দেশ্যে রওনা হয়। অদ্য ইং ২৩/০৮/২০১৯ তারিখ রাত্রী অনুমান-০১.৩০ ঘটিকার সময়  বগুড়া সদর থানাধীন তেলিপুকুর পশ্চিম অঞ্চল গ্যাস  কোম্পানীর অফিসের সামনে পৌছিলে অজ্ঞাতনামা  ০৪জন ছিনতকারী ট্রাকটি সকরারী গম সহ ছিনতাই করিয়া নিয়া গেলে বাদী শাহ জালাল  বগুড়া সদর থানায়  অভিযোগ করেন।  বদীর উক্ত অভিযোগের প্রেক্ষিতে বগুড়া পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভঞা, বিপিএম (বার) সাহেব এর  নির্দেশে অফিসার ইনচার্জ বগুড়া সদর থানা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ রহিম উদ্দিন  সংগীয় অফিসার ফোর্সসহ ছিনতাই হাওয়া ট্রাক সহ ৩০০ বস্তা সরকারী গম যাহার ওজন অনুমান ১৫(পনের) টন গম  মূল্য ১৬,৫০,০০০/-টাকা রাজশাহী জেলা হইতে উদ্ধার সহ  আন্তঃ জেলা ০২জন ছিনতাকারীকে  হাতেনাতে গ্রেফতার করে। ধৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা নং-১০১  তারিখ ২৩/০৮/২০১৯ ইং ধারা ৩৯৪ পেনাল কোড রুজু  করা হয। এসআই মোঃ রহিম উদ্দিন ওর উপর মামলাটি  তদন্তভার অর্পন  করা হয়। মামলাটি তদন্তাধীন আছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage