বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ফেন্সিডিল সহ আসামী গ্রেফতার

বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে বগুড়া সদর থানায় কর্মরত এসআই/মোঃ মনোয়ারুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ রমজান আলী (৩০), পিতা- মৃত জনাব আলী স্থায়ী : গ্রাম- ভেটি (আবাদপুকুর সরদারপাড়া) , উপজেলা/থানা- রাণীনগর, নওগাঁ, বাংলাদেশ বর্তমান : গ্রাম- চক সূত্রাপুর (চামড়া গুদাম) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়াকে ইং ২২/০১/২০২০ তারিখ ১১.০৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন পৌরসভার অন্তর্গত নুরানী মোড় হইতে হাড্ডিপট্টিগামী রাস্তায় রানা সিটি সংলগ্ন মোঃ আঃ রাজ্জাক এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ২৮(আটাস) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ওজন ২৮০০ মিঃ মিঃ সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-৮৬, তারিখ- ২২ জানু, ২০২০; জি আর নং-৮৬/২০২০, তারিখ- ২২ জানু, ২০২০; সময়- সময় ১২.৩৫ মিনিট ধারা- ৩৬(১) এর ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage