বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে বগুড়া সদর পুলিশ ফাঁড়ীতে কর্মরত পুলিশ পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ হুমায়ুন কবির (২৮), পিতা- মোঃ রজব আলী স্থায়ী : গ্রাম-ইটাই (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- হাকিমপুর, দিনাজপুর, বাংলাদেশ ২. মোঃ মাহফুজুল আলম (২৮), পিতা-মোঃ সামসুল আলম ওরফে গোলাপ স্থায়ী : গ্রাম- হিলি (মাঠপাড়া) , উপজেলা/থানা- হাকিমপুর, দিনাজপুর, বাংলাদেশ ৩. মোঃ আজাদুল ইসলাম (২৮), পিতা- মোঃ আঃ রশিদ স্থায়ী : গ্রাম- সুদামপুর (নয়াপাড়া) , উপজেলা/থানা- শিবগঞ্জ, বগুড়াদেরকে ইং ২৭/০১/২০২০ তারিখ রাত ২২.১৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন সাতমাথাস্থ সপ্তপদী মার্কেটের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে উদ্ধারকৃত (১) ২০০ বোতল ফেন্সিডিল, ওজন ২০,০০০ মিঃ লিঃ (২) একটি প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো-গ-১১-১৯১১ সহ ০৩(তিন) জন আসামীকে আটক করেন। এই সংক্রান্তে বগুড়া সদর থানার এফ আই আর নং-১০৭, তারিখ- ২৮ জানু, ২০২০; জি আর নং-১০৭/২০২০, তারিখ- ২৮ জানু, ২০২০; সময়- সময় ০০.৩০ মিনিট ধারা- ৩৬(১) এর ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়।