সিংড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নূর-এ- আলম সিদ্দিকী এর নির্দেশক্রমে এসআই/ মোঃ ইলিয়াস কবির, এসআই/ মোঃ নূরুজ্জামান, এএসআই/মোঃ সানোয়ার হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ নাটোর জেলার সিংড়া থানাধীন নাছিয়াকান্দি এলাকা থেকে জিআর পরোয়ানা মূলে গ্রেফতার করেন ১। মোঃ মাহাবুর রহমান ওরফে স্বপন পিতা- মোঃ আঃ রাজ্জাক ২। মোঃ মকবুল হোসেন পিতা-মৃত হরপ প্রাং উভয় সাং- নাছিয়াকান্দি থানা-সিংড়া জেলা-নাটোরকে গ্রেফতার পূর্বক আদালতে সোর্পদ করেন।