বগুড়া ডিবি পুলিশের একটি চৌকস টিম বগুড়া সদর থানাধীন চারমাথা বাসষ্ট্যান্ড এলাকা হতে গরু চোর আসামী 1। মোঃ সালাম প্রাং(27), পিতা-মোঃ আলমগীর প্রাং, সাং-শিকর পরামানিকপাড়া, 2। মোঃ ইউনুস প্রাং(30), পিতা-মোঃ তফসের প্রাং, সাং-পিলকুঞ্জ চকপাড়া, উভয়ের থানা-কাহালু, জেলা-বগুড়াদ্বয়সহ একটি অস্ট্রিলিয়ান গরু(গাভী), একটি ট্রাক, একটি লোহা/তালা কাটার যন্ত্র, একটি লোহার রডসহ চুরির যন্ত্রপাতি উদ্ধার করেন। এসংক্রান্তে বগুড়া সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।