বগুড়া ডিবি পুলিশ কর্তৃক দুইজন চোরসহ একটি অস্ট্রিলিয়ান গরু, একটি ট্রাকসহ চুরির যন্ত্রপাতি উদ্ধার

বগুড়া ডিবি পুলিশের একটি চৌকস টিম বগুড়া সদর থানাধীন চারমাথা বাসষ্ট্যান্ড এলাকা হতে গরু চোর আসামী 1। মোঃ সালাম প্রাং(27), পিতা-মোঃ আলমগীর প্রাং, সাং-শিকর পরামানিকপাড়া, 2। মোঃ ইউনুস প্রাং(30), পিতা-মোঃ তফসের প্রাং, সাং-পিলকুঞ্জ চকপাড়া, উভয়ের থানা-কাহালু, জেলা-বগুড়াদ্বয়সহ একটি অস্ট্রিলিয়ান গরু(গাভী), একটি ট্রাক, একটি লোহা/তালা কাটার যন্ত্র, একটি লোহার রডসহ চুরির যন্ত্রপাতি উদ্ধার করেন। এসংক্রান্তে বগুড়া সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage