রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৯ জন গ্রেফতার

রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় (০৫-০২-২০২০ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ১১ জন, পুঠিয়া থানা ০৫ জন, বাগমারা থানা ০২ জন, দূর্গাপুর থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০৮ জন, বাঘা থানা ০২ জনকে আটক করে। যার মধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১১ জনকে মাদকদ্রব্যসহ ০৬ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয় । গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ ফয়সাল(২৫) কে ৩০০গ্রাম গাঁজাসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ বেলাল হোসেন(৪৪), ২নং মোঃ আজাহার আলী(৫২) ও ৩নং মোঃ শহিদুল ইসলাম(৪৪) কে ০৭গ্রাম হেরোইন, ৪নং মোঃ মুকুল সোনার(৩৮) কে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন, ৫নং মোঃ আব্দুল মালেক শাহ(৬২) ও ৬নং মোঃ ইউসুফ আলী(৫২) কে ২০গ্রাম গাঁজা এবং ৭নং মোঃ খাইরুল ইসলাম(২০) কে ০২ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ আনোয়ার হোসেন(৩৬) কে ২৫গ্রাম গাঁজাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং শ্রী রতন চন্দ্র দাস(৩৯) কে ১০পিচ ইয়াবা এবং ২নং মোঃ সাইফুল ইসলাম(৩৬) কে ০২গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage