বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে বগুড়া ফুলবাড়ী পুলিশ কর্মরত পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ রবিউল ইসলাম ওরফে সঞ্জু (৪৪), পিতা- মৃত মোস্তাফিজুর রহমান স্থায়ী : গ্রাম- মাটিডালী (ফকিরপাড়া) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়াকে ইং ০৬/০২/২০২০ তারিখ সকাল ০৯.১৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মাটিডালী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ফুটপাতের উপর হইতে ১১০পিচ ইনজেকশন (এ্যাম্পল) ওজন ২২০ মিঃ লিঃ সহ আটক করেন। এই সংক্রান্তে গুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-১৪, তারিখ- ০৬ ফেব্রু, ২০২০; জি আর নং-১৪২/২০২০, তারিখ- ০৬ ফেব্রু, ২০২০; সময়- সময় ১০.৩০ মিনিট ধারা- ৩৬(১) এর ৮(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়।