বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ১৭(সতের) বোতল ফেন্সিডিল সহ ০২(দুই) জন আসামী গ্রেফতার

বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে বগুড়া সদর থানায় কর্মরত এসআই/মোঃ নূর আলম সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ রবিউল ইসলাম (৪২), পিতা- মৃত আব্দুল জলিল স্থায়ী : গ্রাম- সুলতানগঞ্জ পাড়া (গোয়ালগাড়ী) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া, বাংলাদেশ বর্তমান : গ্রাম- এরুলিয়া (করিম হাজীর ময়দার মিলের পিছনে) উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া, ২. মোছাঃ রঞ্জনা @ অঞ্জনা (৩৬), পিতা- মোঃ টুকু মিয়া , স্বামী/স্ত্রী- মোঃ রবিউল ইসলাম স্থায়ী : গ্রাম- সুলতানগঞ্জ পাড়া (গোয়ালগাড়ী) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া, বাংলাদেশ বর্তমান : গ্রাম- এরুলিয়া (করিম হাজীর ময়দার মিলের পিছনে) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়াদ্বয়কে ১৭(সতের) বোতল ফেন্সিডিল ওজন ১৭০০ মিঃ লিঃ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-১৭, তারিখ- ০৬ ফেব্রু, ২০২০; জি আর নং-১৪৫/২০২০, তারিখ- ০৬ ফেব্রু, ২০২০; সময়- সময় ২২.১০ মিনিট ধারা- ৩৬(১) এর ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage