নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ আকবর আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালোনাকালে লালপুর থানাধীন চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর সরকারী কলেজের সামনে পাকা রাস্তার উপর হইতে ০৫ (পাঁচ) লিটার ৪০০ (চার শত) মিঃলিঃ চোলাইমদ, মূল্য অনুমান-৩,৬০০/- টাকা সহ আসামী ১. (8DNNX) মোঃ আব্দুল মান্নান (৫২), পিতা- মৃত আব্দুল মোমিন স্থায়ী : গ্রাম- ধনঞ্জয় পাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage