০৪ (চার) গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

বাদী এএসআই্/ মো: জাহিদুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স  ভোলাহাট থানার সাধারণ ডাইরী নং-৩১৯, তারিখ-০৯/০২/২০২০ ইং মূলে অত্র থানা এলাকায় মোটর সাইকেল যোগে গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার ডিউটি করাকালে একই তারিখ রাত্রী ১৯.৩৫ ঘটিকার সময় ভোলাহাট উপজেলা পরিষদের মেইন গেটে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অত্র মামলার বাদী জানিতে পারেন যে, অত্র থানাধীন ভোলাহাট কলেজ মোড়স্থ ভোলাহাট মেডিসিন কর্ণারের সামনে ফাঁকা জায়গায় দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন ক্রয় বিক্রয় করিতেছে। বাদী সংবাদ প্রাপ্ত হইয়া ইং ০৯/০২/২০২০ তারিখ রাত্রী ১৯.৫৫ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দুইজন মাদক ব্যবসায়ী দৌঁড়াইয়া পালানোর সময় বাদী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় দুইজনকেই ধৃত করেন।   উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত ০১ নং আসামী তরিকুল ইসলাম @ তকি এর দেহ বিধি মোতাবেক তল্লাশী করিয়া তার পরিহিত লুঙ্গির ডান কোমড়ে গোঁজা অবস্থায় দুইটি ছোট সাদা পলিথিনের ভিতরে রক্ষিত বাদামী বর্ণের হেরোইন, যাহার ওজন ০২ (দুই) গ্রাম, যাহার অনুমান মূল্য ৬,০০০/- (দুই হাজার) টাকা এবং ধৃত ০২ নং আসামী কাজিমুল হক এর দেহ বিধি মোতাবেক তল্লাশী করিয়া তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট রাখা একটি ছোট সাদা পলিথিনের ভিতরে রক্ষিত বাদামী বর্ণের হেরোইন, যাহার ওজন ০২ (দুই) গ্রাম, যাহার অনুমান মূল্য ৬,০০০/- (দুই হাজার) টাকা, মোট ০৪ (চার) গ্রাম বাদামী বর্ণের হেরোইন, মূল্য অনুমান ১২,০০০/- (বার) হাজার টাকা, আসামীদের বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করেন। বাদী উক্ত রুপ ঘটনার প্রেক্ষিতে থানায় হাজির হয়ে এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ এজাহারটি আমলে নিয়ে ভোলাহাট থানার মামলা নং ০৩, তারিখ ০৯/০২/২০২০ ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) এর ৮(ক) রুজু করেন। মামলার তদন্তকারী অফিসার এ্সআই/ মো: আব্দুর রউফ, বিপি নং ৮১০১০৯১১৯৫, মোবাইল নং ০১৭৫২-০৫১৩০৭,







সর্বশেষ সংবাদ
DIG Homepage