বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় ১৭৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ০৩(তিন) জন আসামী গ্রেফতার।

অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২০ খ্রি. তারিখ মাননীয় পু‌লিশ সুপার সিরাজগঞ্জ জনাব হা‌সিবুল আলম, বি‌পিএম মহোদয়ের দিকনির্দেশনায় বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনাকা‌লে বঙ্গবন্ধু সেতু প‌শ্চিম থানা এলাকা হতে এক‌টি প্রাইভেট কার চেক করে ১৭৪ (একশত চুয়াত্তর) বোতল আমাদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল (যার আনুমানিক বাজার মূল্য ১,৭৪,০০০.০০ টাকা) ও একটি টয়োটা প্রাইভেটকার (যার রেজিষ্ট্রেশন-ঢাকা মেট্রো-গ-৩১২১৮৬) সহ আসামী (০১) প্রাইভেটকার চালক মো: শহীদ (৩০), পিতা-মৃত আব্দুল করিম, সাং-পুলতা, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, (০২) মোঃ মামুন (৩৫), পিতা-মোঃ মলিন, বাসা নং-৫৮, বেগমগঞ্জ(নারিন্দা), থানা-গেন্ডারিয়া, ডিএমপি, ঢাকা এবং (০৩) মোঃ নূর ইসলাম (২২), পিতা-দিল মোহাম্মদ, সাং-চেয়ারতলি বাজার, থানা-ডামুড্ডা, জেলা-শরিয়তপুর-দেরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে মামলা প্র‌ক্রিয়াধীন ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage