বগুড়া ডিবি পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০০০ পিচ ইয়াবাসহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া ডিবি পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) পিচ ইয়াবাসহ আসামি ১. মোঃ মিনহাজুল ইসলাম (২৮) পিতা মোঃ ইসাহাক আলী সাং- নন্দিপুর ২. মোঃ সাইদুল ইসলাম (৪২) পিতা মৃত - মকবুল হোসেন সাং- সাতকুঁড়ি, উভয়থানা -হাকিমপুর জেলা - দিনাজপুরদ্বয়কে বগুড়া  সদর থানার চারমাথা এলাকা হতে গ্রেফতার করা হয়। এসংক্রান্তে বগুড়া সদর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। 







সর্বশেষ সংবাদ
DIG Homepage