বগুড়া ডিবি পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) পিচ ইয়াবাসহ আসামি ১. মোঃ মিনহাজুল ইসলাম (২৮) পিতা মোঃ ইসাহাক আলী সাং- নন্দিপুর ২. মোঃ সাইদুল ইসলাম (৪২) পিতা মৃত - মকবুল হোসেন সাং- সাতকুঁড়ি, উভয়থানা -হাকিমপুর জেলা - দিনাজপুরদ্বয়কে বগুড়া সদর থানার চারমাথা এলাকা হতে গ্রেফতার করা হয়। এসংক্রান্তে বগুড়া সদর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।