বগুড়া ডিবি পুলিশ কর্তৃক ১টি চোরাই মোটরসাইকেলসহ ০৩জন আসামীকে গ্রেফতার করেন।

বগুড়া ডিবি পুলিশ কর্তৃক ১টি চোরাই মোটরসাইকেলসহ আসামী ১। মোঃ সিজার শেখ(২০), পিতা-মোঃ নানটু শেখ, সাং-উত্তর চেলোপাড়া, ২। মোঃ সুমন ইসলাম(৩০), পিতা-মোঃ খোকন মিয়া, সাং-উত্তর চেলোপাড়া (নারুলী পশ্চিম পাড়া), ৩। মোঃ নানটু শেখ(৫০), পিতা-মৃত জমির শেখ, সাং-উত্তর চেলোপাড়া, সর্বথানা ও জেলা-বগুড়াগণকে গ্রেফতার করেন। এসংক্রান্তে বগুড়া সদর থানায় একটি মামলা রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage