১৬ টি সিআর সাজা ওয়ারেন্ট ২১ টি সিআর ওয়ারেন্ট -------------------- সর্বমোট ৩৭ টি ওয়ারেন্টের আসামী গুরুদাসপুরের সাবেন আলীকে ঢাকা থেকে গ্রেফতার

প্রায় ০৭ বছর পূর্বে মোঃ সাবেন আলী (৫০), পিতা-মৃত বার্শেদ আলী শাহ, সাং-চাঁচকৈড় পুরানপাড়া, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর চাউলের ব্যবসা শুরু করেন । সাবেন আলী লোকজনের নিকট হতে বেশি দামে বাঁকীতে চাউল ক্রয় করে ঢাকার বিভিন্ন মোকামে কমদামে নগদে উক্ত চাউল বিক্রয় করতো। লোকজনের নিকট বিক্রয়লব্ধ টাকা পাওনাদারদের বন্টন করলে পর্যায়ক্রমে অনেক টাকার দেনায় পড়েন সাবেন আলী । পাওনাদাররা টাকার জন্য সাবেন আলীকে চাপ সৃষ্টি করলে তিনি পাওনাদারদের চেক লিখে দেন । স্থানীয় লোকজনের কাছে আনুমানিক ১৫ কোটি টাকা পাওনা রয়েছে সাবেন আলীর । পাওনাদারদের চাপে প্রায় ০৩ বছর পূর্বে গুরুদাসপুর এলাকা ত্যাগ করে ঢাকায় অবস্থান নেয় সাবেন আলী । নাটোর জেলার পুলিশ সুপার জনাব লিটন কুমার সাহা, পিপিএম-বার এর সার্বিক দিক নির্দেশনায় গুরুদাসপুর থানার এসআই মোঃ শহিদুল ইসলাম ও তার সঙ্গীয় অফিসার ফোর্স বিগত ০৭ দিন যাবত ঢাকায় অবস্থান করে মাঠ পর্যায়ে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতকাল ২৬/০২/২০২০ খ্রি. ঢাকার মিরপুর বড়বাগ এলাকা হতে সাবেন আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় । অদ্য ২৭/০২/২০২০ খ্রি. সাবেন আলীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।       







সর্বশেষ সংবাদ
DIG Homepage