রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ চারঘাট মডেল থানা, রাজশাহীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ইং-২৬-২-২০২০ তারিখে চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ডাকাতি, ছিনতাই, চুরি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত মোঃ মোফাজ্জল হোসেন জনি (২৮), পিতা-মোঃ মুনসুর আলী, সাং-ঝিকরা পূর্বপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়েছে । উক্ত আসামীর নামে ০৩টি গ্রেফতারী পরোয়ানা-যথা-১। দায়রা নং-৮২১/২০১৭, জিআর ৪১/২০১৬, ২। এনজিআর নং-২৪৬/১২, ৩। জিআর ২৭৬/১৭ (চারঘাট) এবং আসামী চারঘাট মডেল থানার মামলা নং-৪১, তাং-২৪-৮-২০১৯, ধারা-৩৯৪ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী । থানার রেকর্ডস ও সিডিএমএস যাচাই করে আসামী মোঃ মোফাজ্জল হোসেন জনির বিরুদ্ধে ১। চারঘাট মডেল থানার মামলা নং-২৭, তাং-২৪-৯-২০১৭খ্রি, ধারা-৩৯৪ পেনাল কোড, ২। পুঠিয়া থানার মামলা নং-১৪, তাং-২০-১-২০১৫খ্রি, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২), ৩। পুঠিয়া থানার মামলা নং-৩৫, তাং-২৪-৪-২০১৭ইং, ধারা-৩৭৯ পেনাল কোড, ৪। চারঘাট মডেল থানার মামলা নং-১৩, তাং-১২-২-২০১৬ইং, ধারা-৪১৩/৪০০/৪০২ পেনাল কোড, ৫। চারঘাট মডেল থানার মামলা নং-৪১, তাং-২৪-৮-২০১৯, ধারা-৩৯৪ পেনাল কোড লিপিবদ্ধ পাওয়া যায়।