রাজশাহী জেলার তানোর থানা এলাকায় পুলিশী অভিযানে ০৫(পাঁচ) জন আসামী গ্রেফতার।

অদ্য ইং-০১/০৩/২০২০ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম ও অতিঃ পুলিশ সুপার জনাব মোঃ মাহমুদুল হাসান,জনাব মোঃ মতিউর রহমান সিদ্দিকি মহোদয়ের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান, এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আজিজুল হক,তানোর থানা, রাজশাহী সঙ্গীয় ফোর্সসহ চুরি মামলার আসামী ১। মোঃ রবিউল ইসলাম(৩০), পিতা-দ্বীন মোহাম্মদ, সাং-ইলামদহী, থানা- তানোর, জেলা-রাজশাহী-কে গ্রেফতার, এসআই(নিঃ)মোঃ ছাইফুল ইসলাম, মুন্ডুমারা পুলিশ তদন্ত কেন্দ্র তানোর থানা, রাজশাহী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামী ১। মোঃ আব্দুল্লাহ (২৭), পিতা- মোঃ মুনসুর রহমান সাং- সরনজাই (মন্ডলপাড়া), থানা- তানোর, জেলা-রাজশাহী-কে ৩০০(তিনশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র, তানোর থানা, রাজশাহী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামী ১। মোঃ শরিফুল ইসলাম (৪৩), পিতা-মৃত মোসলেম উদ্দিন সাং-নবনবী (দক্ষিনপাড়া) থানা- তানোর, রাজশাহী-কে ১০০(একশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার এবং এএসআই(নিঃ) মোঃ ইউনুছ আলী মোল্লা, নারী এএসআই(নিঃ)মোসাঃ রুমা খাতুন, তানোর থানা, রাজশাহী সঙ্গীয় ফোর্সস সহ গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ১। শ্রী নিধানু কর্মকার পিতা-মৃত আমিন কর্মকার, সাং-বিনোদপুর কর্মকারপাড়া ২। শ্রীমতি বিরোদা কর্মকার স্বামী-নিধানু কর্মকার সাং-বিনোদপুর কর্মকারপাড়া, উভয় থানা-তানোর, জেলা-রাজশাহীদ্বয় গ্রেফতার পূবর্ক ইং-০২/০৩/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage