নওগাঁ সদর মডেল থানার অভিযান পরিচালনা করিয়া দ্রুত ভিকটিম শ্রী রামলাল পাহান (৫৫) উদ্ধার ও চার আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার জনাব প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম স্যারের নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহ্রাওয়ার্দী হোসেন এর নেতৃত্বে নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মুঃ ফয়সাল বিন আহসান, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ তাজমিলুর রহমান, ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং ০৮/০৩/২০২০ তারিখ সন্ধ্যা অনুঃ ০৭.০০ ঘটিকায় অপহৃত ভিকটিম শ্রী রামলাল পাহান (৫৫), পিতা-মৃত সনি পাহান, সাং-পংগী, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁকে উদ্ধার করতঃ মুক্তিপণের দাবীতে অপহরন কারী আসামী ১। মোঃ মনোয়ার হোসেন @ টুটুল (৫০), পিতা- মৃত- ফরিদ হোসেন, সাং- বাঙ্গাবাড়িয়া কলেজপাড়া, বর্তমান সাং-কোমাইগাড়ি পূর্বপাড়া জনৈক আঃ ছালাম রঞ্জু, পিতা মৃত- মকবুল হোসেন এর বাড়ির ভাড়াটিয়া, ২। মোঃ মামুন (৩৫), পিতা মৃত- আজিজার @ আজিজ, সাং- পার নওগাঁ দক্ষিনপাড়া, ৩। মোঃ তপু রায়হান @ তপু (২৮), পিতা মোঃ আঃ রহমান, সাং-কোমাইগাড়ী  কোর্টের পিছনে, ৪। মোঃ আঃ ছালাম রঞ্জু (৬০), পিতা মৃত- মকবুল হোসেন, সাং- কোমাইগাড়ি পূর্বপাড়া, সর্ব থানা ও জেলা- নওগাঁদের ঘটনাস্থল হইতে আটক করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক তদন্তে জানা যায় যে, আসামী ৫। শ্রী নেপাল (৩৫), পিতা- শ্রী শ্যামলাল পাহান, ৬। শ্রী রাজেন্দ্র পাহান (২৮), পিতা- শ্রী কুন্দু পাহান, উভয় সাং-পংগী, থানা-নিয়ামতপুর, জেলা- নওগাঁদ্বয়ের সহিত অত্র ঘটনার ভিকটিম  শ্রী রামলাল পাহান এর জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে।  নওগাঁ হইতে বাহির হইয়া পায়ে হেঁটে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা করিয়া ইং ০৮/০৩/২০২০ দুপুর অনুঃ ০১.১০ ঘটিকায় অত্র থানাধীন বালুডাঙ্গা বাসষ্ট্যান্ডের পূর্ব পার্শ্বে নতুন ব্রীজ সংলগ্ন বন বিভাগের সামনে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওঁৎপেতে থাকা গ্রেফতারকৃত আসামীরা ভিকটিমের নিকট মাদক আছে মর্মে মিথ্যা অজুহাত দেখাইয়া জোরপুর্বক অপহরন করে বন বিভাগের পিছনে লইয়া যায়। সেখানে কিছুক্ষন অপেক্ষা করার পরে পায়ে হেঁটে ফাঁকা জায়গা ও চিকন গলির রাস্তা দিয়ে অত্র থানাধীন নওগাঁ পৌরসভাস্থ রজাকপুর ট্রাক টার্মিলালের পিছনে বাগানে লইয়া আটক করে রাখে এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল হইতে তাহার মামাতো ভাই যোগেশ পাহান (৪৫) এর মোবাইল নং-০১৭৩৫-৯৯৫১৩২ তে ফোন করে মুক্তিপন বাবদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা জরুরী ভিত্তিতে না দিলে ভিকটিমকে প্রানে মেরে ফেলিবে মর্মে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে ভিকটিমের মামাতো ভাই যোগেশ অজ্ঞাতানামা আসামীদের সহিত কথাবার্তা বলার একপর্যায়ে ১৫,০০০/- টাকা দিলে আসামীগন ভিকটিমকে ছেড়ে দিবে বলিয়া একটি বিকাশ নং- ০১৭১৬-২১৫৫৫২ দিয়ে টাকা পাঠাতে বলে। পরে ভিকটিম রজাকপুর ট্রাক টার্মিনালের পিছনের বাগানে আটক রেখেছে মর্মে কৌশলে ফোনের মাধ্যমে ভিকটিমের মামাতো ভাই যোগেশকে জানাইলে সে পুলিশকে সংবাদ দিয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ইং ০৮/০৩/২০২০ সন্ধ্যা অনুঃ ০৭.০০ ঘটিকায় উক্ত ঘটনাস্থল হইতে ০১-০৫নং আসামীদের হাতে নাতে আটক করিয়া আসামীদের কবল হইতে ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীগন পেশাদার অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তাহাদের নামে একাধিক মামরা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। পুলিশ সুপার জনাব প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম স্যারের নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহ্রাওয়ার্দী হোসেন এর নেতৃত্বে নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মুঃ ফয়সাল বিন আহসান, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ তাজমিলুর রহমান, ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং ০৮/০৩/২০২০ তারিখ সন্ধ্যা অনুঃ ০৭.০০ ঘটিকায় অপহৃত ভিকটিম শ্রী রামলাল পাহান (৫৫), পিতা-মৃত সনি পাহান, সাং-পংগী, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁকে উদ্ধার করতঃ মুক্তিপণের দাবীতে অপহরন কারী আসামী ১। মোঃ মনোয়ার হোসেন @ টুটুল (৫০), পিতা- মৃত- ফরিদ হোসেন, সাং- বাঙ্গাবাড়িয়া কলেজপাড়া, বর্তমান সাং-কোমাইগাড়ি পূর্বপাড়া জনৈক আঃ ছালাম রঞ্জু, পিতা মৃত- মকবুল হোসেন এর বাড়ির ভাড়াটিয়া, ২। মোঃ মামুন (৩৫), পিতা মৃত- আজিজার @ আজিজ, সাং- পার নওগাঁ দক্ষিনপাড়া, ৩। মোঃ তপু রায়হান @ তপু (২৮), পিতা মোঃ আঃ রহমান, সাং-কোমাইগাড়ী  কোর্টের পিছনে, ৪। মোঃ আঃ ছালাম রঞ্জু (৬০), পিতা মৃত- মকবুল হোসেন, সাং- কোমাইগাড়ি পূর্বপাড়া, সর্ব থানা ও জেলা- নওগাঁদের ঘটনাস্থল হইতে আটক করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক তদন্তে জানা যায় যে, আসামী ৫। শ্রী নেপাল (৩৫), পিতা- শ্রী শ্যামলাল পাহান, ৬। শ্রী রাজেন্দ্র পাহান (২৮), পিতা- শ্রী কুন্দু পাহান, উভয় সাং-পংগী, থানা-নিয়ামতপুর, জেলা- নওগাঁদ্বয়ের সহিত অত্র ঘটনার ভিকটিম  শ্রী রামলাল পাহান এর জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে।  নওগাঁ হইতে বাহির হইয়া পায়ে হেঁটে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা করিয়া ইং ০৮/০৩/২০২০ দুপুর অনুঃ ০১.১০ ঘটিকায় অত্র থানাধীন বালুডাঙ্গা বাসষ্ট্যান্ডের পূর্ব পার্শ্বে নতুন ব্রীজ সংলগ্ন বন বিভাগের সামনে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওঁৎপেতে থাকা গ্রেফতারকৃত আসামীরা ভিকটিমের নিকট মাদক আছে মর্মে মিথ্যা অজুহাত দেখাইয়া জোরপুর্বক অপহরন করে বন বিভাগের পিছনে লইয়া যায়। সেখানে কিছুক্ষন অপেক্ষা করার পরে পায়ে হেঁটে ফাঁকা জায়গা ও চিকন গলির রাস্তা দিয়ে অত্র থানাধীন নওগাঁ পৌরসভাস্থ রজাকপুর ট্রাক টার্মিলালের পিছনে বাগানে লইয়া আটক করে রাখে এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল হইতে তাহার মামাতো ভাই যোগেশ পাহান (৪৫) এর মোবাইল নং-০১৭৩৫-৯৯৫১৩২ তে ফোন করে মুক্তিপন বাবদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা জরুরী ভিত্তিতে না দিলে ভিকটিমকে প্রানে মেরে ফেলিবে মর্মে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে ভিকটিমের মামাতো ভাই যোগেশ অজ্ঞাতানামা আসামীদের সহিত কথাবার্তা বলার একপর্যায়ে ১৫,০০০/- টাকা দিলে আসামীগন ভিকটিমকে ছেড়ে দিবে বলিয়া একটি বিকাশ নং- ০১৭১৬-২১৫৫৫২ দিয়ে টাকা পাঠাতে বলে। পরে ভিকটিম রজাকপুর ট্রাক টার্মিনালের পিছনের বাগানে আটক রেখেছে মর্মে কৌশলে ফোনের মাধ্যমে ভিকটিমের মামাতো ভাই যোগেশকে জানাইলে সে পুলিশকে সংবাদ দিয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ইং ০৮/০৩/২০২০ সন্ধ্যা অনুঃ ০৭.০০ ঘটিকায় উক্ত ঘটনাস্থল হইতে ০১-০৫নং আসামীদের হাতে নাতে আটক করিয়া আসামীদের কবল হইতে ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীগন পেশাদার অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তাহাদের নামে একাধিক মামরা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।  







সর্বশেষ সংবাদ
DIG Homepage