বাঘা থানায় ০৪ (চার) জন গ্রেফতার

ইং ১৭/০৩/২০২০ তারিখ রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার  মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজশাহী,  এর নির্দেশনায় চারঘাট সার্কেল এর সহকারী পুলিশ সুপার এবং বাঘা থানার অফিসার ইনচার্জ  এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালোনা, মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা অবস্থায়  বাঘা থানার একটি টিম সঙ্গীয়  ফোর্সসহ (এসআই নিরস্ত্র মোঃ আনোয়ার হোসেন, সঙ্গীয় ফোর্সসহ) ইং ১৭/০৩/২০২০ তারিখ  ১৬.৩৫ ঘটিকায় অত্র থানা এলাকায় ২০০(দুইশত) গ্রাম গাঁজা সহ আসামী ১। মোঃ রবিউল ইসলাম (২৫) পিতা-মৃত সাগর আলী, সাং-বেনাপোল (পৌরসভা) ২। মোঃ মেহেদী হাসান (২২) পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-নাভারন নিশ্চিন্তপুর, উভয় থানা-শার্শা, জেলা-যশোরদ্বয়কে বাঘা থানাধীন চন্ডিপুর পুলিশ চেকপোষ্ট এর সামনে পাকা রাস্তার উপর হইতে  গ্রেফতার করেন এবং ইং ১৭/-৩/২০২০ তারিখ বাঘা থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৯(১)/৩১(২)/৩১(৩) এর আসামীকে অফিসার ইনচার্জ বাঘা থানা, রাজশাহীর দিক নির্দেশনায় (এসআই নিরস্ত্র মোঃ নাজমুল হক) সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তা আসামী মোঃ বাবুল ইসলাম (৫৫) পিতা-মৃত আব্দুর রহমান, সাং-চক ছাতারী, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন। ইং ১৮/০৩/২০২০ তারিখ বাঘা থানা পুলিশের অপর একটি টিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ (এসআই নিরস্ত্র মোঃনেজাম উদ্দিন, এএসআই নিরস্ত্র মোঃ রকিবুল ইসলাম ও ফোর্সসহ) ইং ১৮/০৩/২০২০ তারিখ ০০.১৫  ঘটিকায় অত্র থানা এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবন করিয়া মাতলামি করা অবস্থায় আসামী মোঃ বিপলু (৩২) পিতা-মোঃ আইয়ুব আলী, সাং-বাগসায়েস্তা,, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন। বর্নিত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage