বিকেল ০৫ টার পরে (নির্দিষ্ট কিছু দোকানপাট ব্যতীত) নাটোর জেলায় কোন দোকানপাট খোলা রাখা যাবে না

অত্র নাটোর জেলায় নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাঁচা বাজার, ফার্মেসী, হাসপাতাল এবং জরুরী সেবা দানকারী প্রতিষ্ঠান ছাড়া সকল ধরণের দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে । শুধুমাত্র সার, বীজ, কীটনাশক, কাঁচা বাজার এবং মুদির দোকান সকাল ০৬ টা হতে বিকেল ০৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে । বিকেল ০৫ টার পর হতে ঔষুধের দোকান এবং ডাক্তারের চেম্বার ব্যতীত আর কোন দোকান কোন অবস্থাতেই খোলা রাখা যাবে না । তারপরও বিভিন্ন অজুহাতে জনসাধারণ ঘরে না থেকে বাহিরে বের হয়ে আসছে এবং দোকানপাট খোলা রাখার চেষ্টা করছে । জেলার সকল থানার টহল টীম, ডিবি টিম, ট্রাফিক পুলিশ, স্পেশাল টীম এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে সরকারি নিদের্শনাসমূহ পালন এবং দোকানপাট বন্ধ করাতে সার্বক্ষণিক কাজ করছে জেলা পুলিশ, নাটোর ।     প্রিয় নাটোরবাসী, বিভিন্ন অজুহাতে ঘর হতে বাইরে না বের হয়ে দয়া করে ঘরে থাকুন,  নিজে সুস্থ থাকুন । আপনার পরিবার ও অন্যদেরকেও সুস্থ রাখুন ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage