নাটোরের লালপুরে কৃষক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান গ্রেফতার

কৃষক মোঃ শহিদুল ইসলাম (৫৫), পিতা-মৃত চয়েন উদ্দিন প্রাং, সাং-আঙ্গারীপাড়া, ইউপি-৯নং এবি, থানা-লালপুর, জেলা-নাটোর মহামারি করোনা ভাইরাস উপলক্ষে তার এলাকায় কোন ত্রাণ সামগ্রী না পাওয়ায় তিনি “৩৩৩” নম্বরে ফোন করে তার এলাকার গরীব মানুষদের ত্রাণ সামগ্রী না পাওয়ার বিষয়টি জানালে মোঃ আব্দুস সাত্তার (৫৫), ইউপি-চেয়ারম্যান, ৯নং এবি, লালপুর, নাটোর, পিতা-মৃত চয়েন উদ্দিন সরদার, সাং-ডহরশৈলা, থানা-লালপুর, জেলা-নাটোর জানতে পেরে তার উপর ক্ষিপ্ত হয়ে গত ১২/০৪/২০২০ খ্রি. সময় অনুমান ১৪.৩০ ঘটিকায় রুবেলসহ অজ্ঞাত এক গ্রাম পুলিশকে উক্ত কৃষক মোঃ শহিদুল ইসলাম এর বাড়ীতে পাঠিয়ে ৯নং এবি ইউপি কার্যালয়ে ইউএনও এসেছে এমন মিথ্যা বলে তাকে ইউপি কার্যালয়ে ডেকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ, বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে । অতঃপর ১টি কক্ষের মধ্যে কৃষক মোঃ শহিদুল ইসলামকে নিয়ে উক্ত কক্ষের দরজা বন্ধ করে গ্রাম পুলিশের লাঠি দিয়ে চেয়ারম্যান সাত্তার এলোপাথারীভাবে তাকে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে কালশিরা ফুলা জখম করে এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করে ।   এ সংক্রান্তে গত ১৫-০৪-২০২০ খ্রিঃ সকালে অভিযোগ পাওয়া মাত্র লালপুর থানার মামলা নং-০৯, তারিখ-১৫-০৪-২০২০ খ্রি, ধারা-১৪৩/৩৬৫/৩৪২/৩২৩/৫০৬ পেনাল কোড রুজু করে অভিযুক্ত চেয়্যারম্যানসহ অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অভিযুক্ত চেয়ারম্যানসহ সকলে পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে তাদের আটক করা সম্ভব হয়নি । অভিযানের ধারাবাহিকতায় এলআইসি শাখা, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার সার্বিক সহায়তায় অদ্য ১৭-০৪-২০২০ খ্রি. সময় ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ, নাটোর এর একটি চৌকস দল অভিযুক্ত চেয়ারম্যানকে পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকা হতে গ্রেফতার করে । পুলিশ সুপার কার্যালয়ে  এ সংক্রান্তে সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং করেন জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর । অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage