বাগমারা থানা এলাকায় ০২-০৫-২০২০ খ্রিঃ তারিখে ফেন্সিডিল সহ ০১(এক) জন আসামী গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামীকে ০৩-০৫-২০২০ খ্রি: তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোছাঃ ফরিদা ইয়াসমিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানাধীন ০৫নং আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামস্থ মোঃ লুৎফর রহমান  পিতা- মোঃ সোলাইমান এর পান বরজের পূর্ব পার্শ্বে হেয়ারিং রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ বাবু আলী(৩৫)  পিতা- মৃত এনামুল হক  সাং- খড়িয়াল (শেখপাড়া)  মনাকষা ইউনিয়ন  থানা- শিবগঞ্জ  জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে ৪৮(আটচল্লিশ) বোতল কোডিনযুক্ত ফেন্সিডিল যার মুল্য অনুমান ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা ও পুরাতন ভুটভুটি গাড়ি মুল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা সহ গ্রেফতার করেন এবং পলাতক আসামী ২। মোঃ পুলক(৪৫)  পিতা- কালূ  সাং- শংকরপৈ  থানা- বাগমারা  জেলা- রাজশাহীর উক্ত ভুটভুটি গাড়ীতে ফেলে যা্ওয়া একটি  প্লাস্টিকের সাদা বাজারের ব্যাগে ৩০(ত্রিশ) বোতল কোডিনযুক্ত ফেন্সিডিল যার মুল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা সহ উদ্ধার করেন। উক্ত ঘটনায় সর্বমোট ৭৮(আটাত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা রুজু হয়। যাহা বাগমারা থানার মামলা নং ০২  তাং ০২-০৫-২০২০ খ্রিঃ  ধারা ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ)/৪১। গ্রেফতাকৃত আসামীকে ০৩-০৫-২০২০ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage