বাগমারা থানায় হেরোইন সহ ০১জন ও নিয়মিত মামলার ০২জন আসামী গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামীগনকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই/ মোঃ আব্দুর রহিম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাগমারা থানাধীন ভাগনদী বাজার তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর ০২(দুই) গ্রাম হেরোইন সহ আসামী মোঃ বিপ্লব হোসেন রনি (২০), পিতা- মোঃ আমজাদ হোসেন   গ্রাম: ভাতঘরপাড়া , উপজেলা/থানা- বাগমারা, রাজশাহীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাগমারা থানায় মামলা রুজ হয়। বাগমার থানার মামলা নং ০৫, তাং ০৭/০৫/২০২০ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(ক)। বাগমারা থানায় কর্মরত এসআই/ মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাগমারা থানার মামলা নং ০৬  তাং ০৭/০৫/২০২০ খ্রিঃ ধারা  ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৪১/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী ১। মোঃ মকবুল হোসেন (৫০), পিতা- মৃত জমির উদ্দিন মন্ডল   ২. মোঃ মতিউর রহমান (৪৫), পিতা- মোঃ মফিজ উদ্দিন  উভয় গ্রাম- বীরকয়া, উপজেলা/থানা- বাগমারা, রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত আসামীগনকে ০৮/০৫/২০২০ তারিখে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage